বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

Mohun Bagan is taking on Punjab Fc next

খেলা | গোয়ার কাছে হার অতীত, পাঞ্জাবকে হারিয়ে দিল্লি থেকে তিন পয়েন্ট আনতে চান মোলিনা

KM | ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৫৫Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: কয়েক দিন আগেই পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে অসাধারণ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। তাদের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থাকার পরও চার গোলে ম্যাচ জেতে লাল-হলুদ বাহিনী। সেই ম্যাচে যে ভাবে দল হিসেবে ঝাঁপিয়ে পড়ে অসাধ্য সাধন করেছিল লাল-হলুদ বাহিনী, বৃহস্পতিবার ঠিক সেই ভাবেই দলগত ফুটবল খেলে দিল্লির মাঠে বাজিমাত করতে চান মোহনবাগান কোচ হোসে মোলিনা।

লুকা মাজেনদের ঘরের মাঠে দল নামানোর আগে আইএসএলে শীর্ষে থাকা মোহনবাগান  কোচ মোলিনা বলেন, ''আমি চাই পুরো দল একসঙ্গে ডিফেন্স করুক ও পুরো দল একসঙ্গেই আক্রমণে উঠুক, গোল করুক। আমার কাছে ফুটবল পুরো দল নিয়ে, শুধু রক্ষণ বা আক্রমণ নিয়ে নয়। ট্রানজিশন বলুন বা সেট পিস, পুরো দলকে একসঙ্গে এগুলো করতে হয়।''

গোল করার দায়িত্বও তিনি শুধু ফরোয়ার্ডদের উপরে চাপিয়ে যেতে চান না। এই ব্যাপারে তাঁর বক্তব্য, ''দু-একজনের ওপর গোল করার দায়িত্বও ছেড়ে দেওয়া যায় না। পুরো দলের দায়িত্ব এটা। যে কেউ গোল করতে পারে। দলকে জেতানোর দায়িত্ব সবারই। আমার দলের খেলোয়াড়দের মধ্যে কোনও পার্থক্য নেই। প্রত্যেকেই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। কেউ আমার কাছে সেরা নয়। প্রত্যেকের পারফরম্যান্সেই আমি খুশি। তাই সবার ওপরেই নির্ভর করি আমি।''

তবে এই ম্যাচে একাধিক নির্ভরযোগ্য ফুটবলারকে যে পাবে না মোহনবাগান, তা নিজেই জানিয়ে দেন কোচ। বলেন, “এই ম্যাচে আমাদের হাতে বিকল্প কম। কারণ, কয়েকজনের চোট আছে। গ্রেগ, আশিক, দিমি এই ম্যাচে খেলতে পারবে না। তবে  ভাল খেলোয়াড়ও আছে। জেমি, জেসন শুরু থেকে একসঙ্গে নামতে পারে। সাহাল, মনবীর, সুহেল- অনেক বিকল্পই আছে আমাদের হাতে। আশা করি, ওদের সাহায্যে দিল্লি থেকে আমরা তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারব।''

চোট রয়েছে শুভাশিসে বসুরও। গত ম্যাচে সন্দেশ ঝিঙ্গনের সঙ্গে সঙ্ঘর্ষে মুখে গুরুতর চোট পান বঙ্গ ডিফেন্ডার। কিন্তু মুখে মাস্ক লাগিয়ে তিনি খেলতে পারেন বলে জানান সবুজ-মেরুন কোচ। মোলিনা বলেন, ''শুভাশিস মাস্ক পরে খেলতে পারে। তাতে কোনও ঝুঁকি নেই। কোনও খেলোয়াড়কে ঝুঁকি নিয়ে খেলাতে চাই না আমি। তবে শুভাশিস মাস্ক পরে খেললে তা ঝুঁকির হবে বলে মনে হয় না।''

টানা আট ম্যাচে অপরাজিত থাকার পর গত ম্যাচেই এফসি গোয়ার কাছে ১-২ গোলে হেরে যায় মোহনবাগান। তাতে অবশ্য তাদের শীর্ষস্থান খোয়াতে হয়নি। তবে এই হারের পর দলের সব বিভাগেই উন্নতি চান মোলিনা। এই প্রসঙ্গে তিনি বলেন, ''আমি আমার দলকে সব দিক থেকেই উন্নত করে তুলতে চাই। মানসিকতা, শারীরিক সক্ষমতা সব দিক থেকেই। গত ম্যাচে হারলেও আমাদের প্রস্তুতির পদ্ধতি একই রকম হবে। আশা করি, গত ম্যাচের দুর্বলতা কাটিয়ে এই ম্যাচে জয়ে ফিরব আমরা।''


# MohunBagan#JoseMolina#PunjabFC



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'গতি হারিয়েছে, তবুও মেসির থেকে ভাল রোনাল্ডো', 'এলএম ১০' -কে কটাক্ষ আর্জেন্টাইন প্রাক্তনের ...

সন্তোষের শেষ চারে বাংলা, ওড়িশাকে হারালেন নরহরিরা ...

'বুমরার বাবা কনস্টাস', উইকিপিডিয়ায় বদলে গেল তরুণ অজি ক্রিকেটারের পরিচয় ...

২০২, ২০১, ১৫৩, ১৩৭...ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা, নিলামে ৯৫ লাখের ক্রিকেটারের নজির...

কনস্টাসকে ধাক্কা মেরে ২০ শতাংশ জরিমানা কোহলির, এর পরেও মেলবোর্ন টেস্ট থেকে কত আয় করবেন বিরাট? ...

'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...

বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...

মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...

'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...

সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?‌...

দর্শকদের বললেন চুপ থাকতে, মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে অন্য কোহলিকে দেখল অস্ট্রেলিয়া...

কেমন আছেন কাম্বলি?‌ জানুন চিকিৎসক কী বলছেন

'ও তো আমেরিকায় কৃষকদের লিগে খেলে', মেসিকে তীব্র আক্রমণ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারের ...

অনুশীলনে বলের গ্রিপ নিয়ে রোহিতের পরীক্ষা নিরীক্ষা, মেলবোর্ন টেস্টে কি বল করবেন ভারত অধিনায়ক? ...

পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড...



সোশ্যাল মিডিয়া



12 24